চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট, চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ০২ কি.মি. উত্তর-পশ্চিম পাশে মহানন্দা নদীর উপর নির্মিত মহানন্দা ব্রীজের উত্তর পাশ সংলগ্ন বারঘরিয়ায় অবস্থিত। ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে ০২ টি টেকনোলজি নিয়ে এই প্রতিষ্ঠানটি একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে ইন্সটিটিউটে ০৬ টি টেকনোলজিতে ১ম ও ২য় শিফটে প্রায় ৩৫০০ জন শিক্ষার্থী অধ্যয়ণরত। পরীক্ষার ফলাফলসহ সার্বিক কার্যক্রমের বিচারে ইতিমধ্যে অত্র ইন্সটিটিউটটি জাতীয় পর্যায়ে বেশ সুনাম অর্জন করেছে। ইন্সটিটিউটে রয়েছে সবুজ ঘেরা প্রাকৃতিক পরিবেশে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম এবং দক্ষ, প্রশিক্ষিত ও পরিশ্রমি শিক্ষক-শিক্ষিকা মন্ডলী। রুটিন মাফিক নিয়োমিত ক্লাস কার্যক্রম, ল্যাব ক্লাস পরিচালনা সর্বোপরি অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ মহোদয়ের নেতৃত্বে ইন্সটিটিউটটি বেশ সুনাম ও খ্যাতি অর্জন করেছে। অত্র ইন্সটিটিউটে বর্তমানে ৫৫ জন শিক্ষক, ৬৩ জন কর্মচারী এবং ১৫ জন অত্যাবশ্যকীয় জনবল সহ সর্বমোট ১৩৩ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছে।