Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Introduction to non-tech departments

নন-টেক বিভাগ

নন-টেক বিভাগ একটি সমন্বিত বিভাগ। ডিপ্লোমা প্রকৌশলীকে টেকনোলজির বিষয় ছাড়াও কিছু বিষয় যেমন বাংলা, ইংরেজি, একাউন্টিং, ম্যানেজমেন্ট, সোস্যাল সাইন্স, ফিজিক্যাল এডুকেশন ও লাইফ স্কীল ইত্যাদি শিখতে হয়। এছাড়া টেকনোলজির বিষয়গুলোর সাথে সম্পর্কিত বিষয় যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রির মতো আরো কিছু বিষয় সম্পর্কে জানা অপরিহার্য। উদাহরণ হিসাবে ফিজিক্স হচ্ছে সকল ইঞ্জিনিয়ারিং এর ভিত্তি (Base) । নন-টেক বিভাগ এই সকল গুরুত্বপূর্ণ বিষয় গুলোর পাঠদান করে থাকেন। একজন বিশ্ব মানের ডিপ্লোমা প্রকৌশলী হতে হলে নন-টেক বিভাগের এই বিষয়গুলো অধ্যয়ন করা অনস্বীকার্য। নন-টেক বিভাগের বিষয় ভিত্তিক যোগ্যতা সম্পন্ন শিক্ষকগন যত্নের সাথে বিষয়গুলো পাঠদান করে থাকেন। এর ফলে ডিপ্লোমা প্রকৌশলীগন শুধুমাত্র মিড লেভেল (Mid-Level) ইঞ্জিনিয়ার হয়ে থেমে থাকবে না। তারা চলে যেতে পারবে ব্যবস্থাপনার (Management) উচ্চ পর্যায়ে। সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে দক্ষ জনশক্তি রপ্তানি করা। তাই ভাষাগত দক্ষতা বাড়ানোর জন্য নন-টেক বিভাগের মাধ্যমে বিশেষ ক্লাস সহ তত্তাবধায়নের ব্যবস্থা রয়েছে।

নন-টেক বিভাগের ল্যাব সমূহঃ

১। ফিজিক্স ল্যাব

২। কেমিস্ট্রি ল্যাব