কম্পিউটার টেকনোলজি
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার অন্যতম টেকনোলজি কম্পিউটার টেকনোলজি। বিদ্যুৎ উৎপাদন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি, সকল প্রকার ইন্ডাষ্ট্রির অটোমেশন ও কন্ট্রোলিং এর যাবতীয় কাজ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা গ্র্যাজুয়েটগণ করে থাকেন। সকল মন্ত্রণালয়ের আইসিটি শাখার সকল প্রকার তথ্য প্রযুক্তি, ইন্টারনেট সহ অনলাইন কার্যক্রম সম্পাদনসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ, টি এন্ড টি বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লীবিদ্যুৎ সমিতি, সার কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহসহ সরকারী, আধাসরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা গ্র্যাজুয়েটগণ সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ক্ষেত্র বিশেষে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে প্রাথমিক নিযুক্তি পেয়ে থাকে। বাংলাদেশে বেসরকারী পর্যায়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের বিস্তর কর্মক্ষেত্র রয়েছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যেমন- চামড়া, রড, সিমেন্ট, কাগজ, কৃষি,জাহাজ তৈরী করাখানা ইত্যাদি বর্তমানে সর্বক্ষেত্রে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের দ্বারা অটোমেশনের কার্য সম্পাদন করা হয়ে থাকে। এছাড়া মধ্যপ্রাচ্য, জাপান, কোরিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, সিঙ্গাপুরসহ বিশ্বের অন্যান্য দেশে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের বিপুল চাহিদা রয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে কম্পিউটার টেকনোলজিতে কম্পিউটারের নেটওয়ার্ক, সফটওয়্যার, কম্পিউটার এ্যপ্লিকেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, ডাটাবেজ এ্যপ্লিকেশন, আইটি সাপোর্ট সিস্টেম-১, গ্রাফিক্স ডিজাইন-১, এনালগ ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং এসেনসিয়াল, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন-২ আইটি সাপোর্ট সিস্টেম-২, অবজেক্ট ওরিয়েনটেড প্রোগ্রামিং, ডাটা স্টাকচার এ্যান্ড এ্যালগোরিথ, ওয়েব, ডেভোলপমেন্ট, ডাটা কমিউনিকেশনিং সেস্টিম, কম্পিউটার পারিকথারেলস, প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স, বিজনেন্স অর্গানাইজেশন এ্যান্ড কমিউনিকেশন, প্রোগ্রামিং ইন জাভা, অপেরেটিং সিস্টেম এ্যাপ্লিকেশন, সারভিলেন্স সিকিউরিটি সিস্টেম, ওয়েব ডেভেলপমেন্ট প্রোজেক্ট, সিকয়েনসিয়াল লজিক সিস্টেম, পিসিবি ডিজাইন এ্যান্ড সার্কিট মেকিং, প্রিন্সিপাল অফ সফওয়ার ইঞ্জিনিয়ারিং, মাইক্রোপ্রেসেসর এ্যান্ড ইনটারফেসিং, মাইক্রোকন্ট্রোলার এ্যপ্লিকেশন, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, সিস্টেম এ্যানালাইসিস এ্যান্ড ডিজাইন, নেটওয়ার্ক এ্যাডমিনিট্রেশন এ্যান্ড সার্ভিস, এ্যাপস্ ডেভেলপমেন্ট প্রজেক্ট, ই-কোমারসি এ্যান্ড সিএমিএস, সাইবার সিকিউরিটি এ্যান্ড ইথিক্স, নেটওয়ার্ক মেইনটেনেন্স গ্রুপ, সফটওয়ার ডেভোলপমেন্ট গ্রুপ, মাল্টিমিডিয়া ডেভেলপমেন্ট গ্রুপ সম্পর্কে সম্যক জ্ঞান লাভের পর বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশ ও জাতির উন্নতি সাধনে কম্পিউটার টেকনোলজি অগ্রণীভূমিকা পালন করে। এছাড়া কম্পিউটার টেকনোলজির চাহিদানুযায়ী ঘরে বসে বা বিদেশে গিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অজর্ন করা যায়।
কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির ল্যাব সমূহঃ
১। সফটওয়্যার ল্যাব ।
২। হার্ডওয়্যার ল্যাব।
৩। নেটওয়ার্ক ল্যাব।
৪। আইসিটি ল্যাব।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS